শেখেরকোলা ইউনিয়ন একটি কৃষি প্রধান এলাকা। এখানে বিভিন্ন ধরনে ফসল উৎপাদিত হয়। বিশেষ করে রবি শস্য বেশী পরিমানে উৎপাদিত হয়। যেমন করলা, শসা, বরবটি, মিষ্টি কুমড়া, গোল আলু, বেগুন, মরিচ, পিঁয়াজ, সীম ইত্যাদি। দানাজাতীয় শস্যের মধ্য বোরো ধান, রোপা আমন রোপা আউস, ভূট্টা, গম ইত্যাদি উল্লেখযোগ্য। অত্র ইউনিয়নের কৃষি জমির পরিমান প্রায় ৩৪৯৫.০৫ একর। এরমধ্যে আবাদী জমির পরিমান ২৬৪৩ একর, অনাবাদী জমির পরিমান-৮৫২.০৫ একর, এর মধ্যে এক ফসলী-১৯৮ একর, দুই ফসলী-৫৯৩ একর, তিন ফসলী ১,৮৫২ একর। এখানে একটি বীজাগার আছে ( ব্যবহারে অনুপযোগী) । অত্র ইউনিয়নে গভীর নলকূপের সংখ্যা ০১টি, অগভীর নলকূপের সংখ্যা ৪২৬টি। এখানে ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সহযোগিতায় কৃষকদের কৃষি বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। বিভিন্ন ফসলের উপর প্রদর্শনী স্থাপন করে বিভিন্ন কলা কৌশল কৃষকদের শেখানো হচ্ছে। এছাড়াও জাতীয় কৃষি প্রযুক্তি (এনএটিপি) প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে সিআইজি গ্রুপ তৈরী করে উৎপাদিত ফসল বাজারজাতকরনের প্রশিক্ষণ প্রদান ও বাস্তবায়ন ব্যবস্থা করা হয়। এছাড়াও জাতীয়ভাবে গৃহিত বিভিন্ন কর্মসূচী সরকারের নির্দেশনা মোতাবেক পালন করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS